১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

ইসকন নিষিদ্ধের বিষয়ে কোনো আলোচনা হয়নি: রিজওয়ানা

ঢাকা : বিভিন্ন মহল থেকে ইসকন নিষিদ্ধের দাবি উঠলেও এ বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, কোনো সংস্থা বা সংগঠন নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হয়নি। ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা মিলিয়ে ফেলব না।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, না-ও হতে পারেন। এটা আদালত দেখবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, সবকিছু আলোচনার মাধ্যমেই সমাধান হচ্ছে। যেকোনো বিষয়েই রাস্তায় নামার প্রয়োজন নেই।

এ সময় অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, কোন সংগঠন‌কে নি‌ষিদ্ধ করার আগে তদন্ত করা হ‌বে। চট্টগ্রামে আইনজী‌বী হত‌্যার ঘটনায় মামলা হ‌য়ে‌ছে, আ‌রও মামলা হ‌বে।

তিনি বলেন, দেশের জনগণ ও রাজ‌নৈ‌তিক দলগু‌লো মি‌লে সাম্প্রদা‌য়িক বিশৃঙ্খলা রোধ কর‌তে পে‌রে‌ছে। বিএন‌পি ও জামায়াত ঐক্যের ব‌্যাপা‌রে একমত। দে‌শে যে উত্তেজনা চল‌ছে সেগু‌লো রো‌ধে সব দল‌কে সঙ্গে নি‌য়ে প্রশম‌নে কাজ করা হ‌বে।

মাহফুজ আলম আরও বলেন, জনগণকে ঐক্যবদ্ধ রাখার প্রক্রিয়া জারি থাকলে আর কখনোই ফাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ১৭, ২০২৫
temperature icon 35°C
scattered clouds
Humidity 16 %
Pressure 1003 mb
Wind 15 mph
Wind Gust Wind Gust: 27 mph
Clouds Clouds: 29%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:12
Sunset Sunset: 18:14

⠀আরও দেখুন

Scroll to Top