টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে লাইনচ্যুত হওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগি প্রায় পাঁচ ঘণ্টা পর উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ মার্চ) রাত ২টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ক্ষতিগ্রস্ত বগি রেল প্রকল্পের ক্রেনের সহায়তায় উদ্ধার করা হয়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন মাস্টার খায়রুল ইসলাম বলেন, ‘ট্রেনটি দুর্ঘটনার পর প্রথমে বগিগুলো সরিয়ে নেওয়া হয়। এরপর ক্ষতিগ্রস্ত বগি ক্রেন দিয়ে উপরে তুলে লাইনে তোলা হয়। পরে রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনগুলো চলাচল শুরু হয়।’
পাকশি রেলওয়ে বিভাগীয় ম্যানেজার শাহ সূফি নুর মোহাম্মদ বলেন, ‘পঞ্চগড় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।’
সোমবার রাত ৯টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এই সময়ে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।