ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ করার দায়ে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে বরখাস্ত করেছে সরকারের স্থানীয় সরকার বিভাগ। সোমবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা থেকে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়।
আগের ঘরে স্ত্রী ও ২ সন্তান থাকা সত্ত্বেও ইউপি সদস্য তুলারাম রায় গত বছরের ২৫ ডিসেম্বর রাণীশংকৈল উপজেলার নবম শ্রেণি পড়ুয়া এক মেয়েকে নিয়ে পালিয়ে যান। পরে বিয়ে করেন। এ বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা ও জেলা প্রশাসনের নজরে আসে। এরপর অনৈতিক কাজে জড়িত জনপ্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন তারা।
ঘটনাটি জানাজানি হলে জেলা ও উপজেলা প্রশাসন বাল্যবিবাহ করার অপরাধে ইউপি সদস্য তুলারামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে ইউপি সদস্য তুলারাম রায়ের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি তাতে সাড়া দেননি। বিয়ের ব্যাপারে নিজের সম্মতি জানিয়ে স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ে পছন্দ করে বিয়ে করেছে। এতে আমার কোনও অভিযোগ নেই।’
মেয়ের পরিবারের এই বাল্যবিবাহে সম্মতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা সে ব্যাপারে ইউএনও রকিবুল হাসান বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে। কেউ দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবে উপজেলা প্রশাসন।’