১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

শিক্ষা সফরের বাসে শিক্ষার্থীদের সঙ্গে মদপান, ২ শিক্ষক বরখাস্ত

মাদারীপুর : মাদারীপুরের শিবচরে বিদ্যালয়ের শিক্ষা সফরের বাসে শিক্ষক-শিক্ষার্থীদের মদ্যপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় সোমবার (২৬ ফেব্রুয়ারি) স্কুল ম্যানেজিং কমিটির জরুরি সভায় দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত শিক্ষকরা হলেন- সহকারী শিক্ষক ওয়ালিদ হোসেন ও আল-নোমান।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।

জানা গেছে, গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয়ের ৪১ শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষা সফরে যান। পথিমধ্যে বাসের ভেতরে শিক্ষার্থীরা মদপান করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মদপান করতে দেখা যায় শিক্ষকদেরও। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে এলাকায় সমালোচনার ঝড় উঠে।

১ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, অভিযুক্ত শিক্ষক মো. ওয়ালিদ হোসেনের পাশে একজনের হাতে একটি বিদেশি মদের বোতল। মদ ঢালার চেষ্টা করছেন তিনি। এছাড়া মদের বোতল হাতে শিক্ষার্থীদের উল্লাস করতে দেখা গেছে। গানের তালে তালে নাচছে শিক্ষার্থীরা। বাসের মধ্যে একাধিক মদের বোতল ছিল বলে জানা গেছে। বাস ছাড়ার পর মদপান শুরু করে তারা।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে এক জরুরি সভায় প্রাথমিক ভাবে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি। সন্ধ্যায় তাদেরকে সাময়িক বরখাস্তের চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন শিকদার।

তিনি বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় আমরা দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছি। এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ১৪, ২০২৫
temperature icon 14°C
clear sky
Humidity 39 %
Pressure 1013 mb
Wind 3 mph
Wind Gust Wind Gust: 4 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:41
Sunset Sunset: 17:58

⠀আরও দেখুন

Scroll to Top