ময়মনসিংহ : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শেরপুর থেকে ঢাকাগামী রিফাত পরিবহনের বাস ময়মনসিংহ সদরের আলালপুরে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ সাত জনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।