ঢাকা : সৈয়দ আবু হোসেন বাবলাকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে সৈয়দ আবু হোসেন বাবলাকে পার্টির কো-চেয়ারম্যান পদসহ দলীয় সব পদ পদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন।’
এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরকে ছেড়ে রওশন এরশাদের দলে ভিড়েন দলটির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।