মিরর স্পোর্টস : জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে শনিবার (২ মার্চ) স্বাগতিক নেপালকে ২-০ ব্যবধানে হারিয়েছে সাইফুল বারী টিটুর দল।
কাঠমান্ডুর উচ্চতা ও জল হাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ সময় পেয়েছে দুদিন। প্রস্তুতি যে ভালো হয়েছে তার প্রমাণ মিলেছে ম্যাচের প্রথমার্ধেই। প্রথমার্ধেই দুই গোল করে সাইফুল বারীর শীষ্যরা। দুটি গোলই করেছেন প্রীতি।
চারটি দলের আসরে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সব দল একে অপরের মুখোমুখি হবে। ফলে প্রথম ম্যাচে জয়ে ফাইনালের পথে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ।