মিরর স্পোর্টস : প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। আজ জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই লঙ্কানদের।
শুক্রবার (১৫ মার্চ) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাটটি শুরু হবে স্থানীয় সময় দুপুর আড়াইটায়।