৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

ঝিনাইদহ শহরের দুই জায়গায় ১৪৪ ধারা জারি

ঝিনাইদহ : ঝিনাইদহ-২ আসনের দুই প্রার্থীর পক্ষে জেলা শহরে নির্বাচনী সভা আহ্বান করা হয়েছে। অলাদা জায়গায় হলেও এই দুই জনসভা ঘিরে শহরে উত্তেজনা দেখা দিয়েছে। ফলে সহিংসতা এড়াতে দুই জনসভাস্থল এবং আশপাশে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির পক্ষে বিকেল ৩টায় জনসভা আহ্বান করা হয়। একই সময়ে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণে জনসভা করার ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুলও।

ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম বলেন, শহরে একই সময়ে জনসভা আহ্বান করা হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয়। তাই দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি বলেন, ওই দুই এলাকায় ৪০০ গজের মধ্যে জননিরাপত্তার স্বার্থে সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত ও মিছিল-মিটিং সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ৬, ২০২৫
temperature icon 21°C
clear sky
Humidity 27 %
Pressure 1011 mb
Wind 8 mph
Wind Gust Wind Gust: 13 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:46
Sunset Sunset: 17:52

⠀আরও দেখুন

Scroll to Top