১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৫৭

মিরর ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ জন। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ১০ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৮২ জন এবং শনাক্ত ২০ লাখ ৪৭ হাজার ১০৮ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ নমুনা পরীক্ষা করা হয়েছে  ৯৩৫টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ১৯, ২০২৫
temperature icon 29°C
clear sky
Humidity 18 %
Pressure 1009 mb
Wind 10 mph
Wind Gust Wind Gust: 13 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:37
Sunset Sunset: 18:01

⠀আরও দেখুন

Scroll to Top