মিরর স্পোর্টস : হিট আর সেমিফাইনাল পর্ব টপকিয়ে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টের মুকুট ধরে রাখার ফাইনাল মঞ্চে উঠে গেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।
ইরানের তেহরানে রবিবার রাতে সেমিফাইনালে ৬.৬০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন লন্ডন প্রবাসী এ অ্যাথলেট।
সোমবার মর্যাদার এ ইভেন্টের পদকের লড়াই অনুষ্ঠিত হবে।
গত বছর কাজাখস্তানে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে মুকুট জিতেছিলেন ইমরানুর। এবার সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের দ্রুততম মানবের।
৬০ মিটারে অংশ নিয়েছিলেন বাংলাদেশের আরেক অ্যাথলেট রাকিবুল হাসান। তিনি ৬.৮৭ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে চতুর্থ হলেও সেমিফাইনালে উঠতে পারেননি।