৮ সেপ্টেম্বর, ২০২৪
২৪ ভাদ্র, ১৪৩১
Mirror Times BD

অগনিত ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন রত্নগর্ভা মা `নাজমা’ রহিম

স্টাফ রিপোর্টার : অগনিত ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন রত্নগর্ভা মা নাজমা রহিম। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান প্রনেতা, স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক সংসদ সদস্য মরহুম এম আব্দুর রহিম এর সহধর্মীনি,বাংলাদেশ সুপ্রিম কোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির রত্নগর্ভা মা নাজমা রহিমের জানাযা ও দাফন বৃহস্পতিবার সম্পন্ন হয়।

দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দানের এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠে সকাল ১১টায় দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাযে জানাযায় ইমামতি করেন মরহুমার বড় ছেলে বিচারপতি এম ইনায়েতুর রহিম। তৃতীয় জানাযা বাদ যোহর দুপুর ২ টায় মরহুমার গ্রামের বাড়ী সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থারে দাফন কাজ সম্পন্ন হয়।

নামাযে জানায় এবং দাফন কাজে অংশগ্রহন করেন জাকারিয়া জাকা এমপি, শিবলী সাদিক এমপি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্টার সাইফুর রহমান, অতিরিক্ত রেজিষ্টার মিজানুর রহমান, যুগ্ম জেলা জজ মোঃ আমিনুল ইসলাম, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, হাবিপ্রবির ভিসি প্রফেসর ড, কামরুজ্জামান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব দুলাল, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরউল্ল্যাহ, উপাধ্যক্ষ আলহাজ্ব ডাঃ সৈয়দ নাদির হোসেন, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আটিস্ট, সাধারন সম্পাদক মোঃ শাহীন হোসেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস সরকার, চালকল মালিক গ্রুপের সভাপতি মুসাদ্দেক হুসেইনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিচার বিভাগ, আওয়ামীলীগ, সাংবাদিক, চিকিৎসক, শ্রমিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক, সকল শ্রেনী পেশার হাজার হাজার মানুষ।

উল্লেখ্য, ২৭ মার্চ বুধবার বিকাল ৩ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমা রহিম ইন্তেকাল করেন। ২৯ মার্চ শুক্রবার মরহুমার বাসভবন নাজমা রহিম ফাউন্ডেশন মহিলাদের জন্য মিলাদ মাহফিল এবং শনিবার জালালপুরে সর্বস্তরের মানুষের জন্য মিলাদ ও দোয়া খায়ের অনুষ্ঠিত হবে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
সেপ্টে ৮, ২০২৪
temperature icon 34°C
broken clouds
Humidity 59 %
Pressure 1000 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 8 mph
Clouds Clouds: 79%
Visibility Visibility: 0 km
Sunrise Sunrise: 05:48
Sunset Sunset: 18:17

⠀আরও দেখুন

Scroll to Top