২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Mirror Times BD

সংসদ বাতিলের দাবিতে এলডিপির কালো পতাকা মিছিল

ঢাকা : সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কালো পতাকা মিছিল করেছে এলডিপি।

মঙ্গলবার প্রেসক্লাবের সামনে এ মিছিল করা হয়। রাজধানীর বিজয়নগর থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়,  বিজয়নগর, পল্টন হয়ে প্রেসক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।

সমাবেশে এলডিপি নেতারা বলেন, ‘এই ডামি সরকার বাংলাদেশের জনগণের সরকার না। আজকে আমাদের এই লড়াই শুধু ভোটের লড়াই নয়, গণতন্ত্রের লড়াই, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের লড়াই। জনগণ থেকে বিচ্ছিন্ন এই ডামি সরকারকে বিদায় নিতে হবে। আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকব। এই শান্তিপূর্ণ প্রতিবাদ চলতে থাকবে।’

মিছিলে উপস্থিত ছিলেন- এলডিপির উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক আবুল হাশেম, প্রচার সম্পাদক নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক সুমন, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি নূরে আলম, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান প্রমুখ।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
এপ্রি ২৫, ২০২৫
temperature icon 31°C
clear sky
Humidity 24 %
Pressure 1004 mb
Wind 8 mph
Wind Gust Wind Gust: 11 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 05:33
Sunset Sunset: 18:32

⠀আরও দেখুন

Scroll to Top