মিরর স্পোর্টস : আগামী মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের দুটি সিরিজ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে একমাসের লম্বা এই দ্বিপাক্ষিক লড়াই। এই সিরিজের জন্য মঙ্গলবার তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। টি-টোয়েন্টি দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাঈম শেখ। প্রথমবার ডাক পেয়েছেন আলিস আল ইসলাম। দুই স্কোয়াডের কোনোটিতেই নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী ১ মার্চ ঢাকায় পা রাখবে তারা। ওইদিনই তারা চলে যাবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। এই সিরিজের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা।
এছাড়া বিপিএলে ভালো করে পুরস্কার পেয়েছেন এনামুল হক বিজয়, নাঈম শেখ ও তাইজুল ইসলাম। দল হিসেবে দুর্দান্ত ঢাকা ব্যর্থ হলেও নাঈম দারুণ ছন্দে আছেন। ৯ ম্যাচে ২৬৬ রান করে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনিই। এনামুলও বেশ ছন্দে আছেন। খুলনা টাইগার্সের এই অধিনায়ক ৭ ইনিংসে ২২৮ রান করেছেন। ১২০ স্ট্রাইকরেটে ব্যাটিং করে ধারাবাহিকভাবেই রান করেছেন তিনি।
এদিকে টি-টোয়েন্টির মতো ইনজুরি কাটিয়ে তাসকিন ওয়ানডে স্কোয়াডেও ফিরেছেন। ইনজুরির কারণে মাহমুদউল্লাহ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ছিলেন না। তিনিও ফিরেছেন এই ফরম্যাটে। এছাড়া তাইজুলের ওপর ওয়ানডেতে আস্থা রাখছেন নির্বাচকরা। ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন রাকিবুল হাসান, হাসান মাহমুদ ও আফিফ হোসেন।
আগামী ৪, ৬ ও ৯ মার্চ সিলেটে হবে টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামে হবে তিন ওয়ানডে। খেলা হবে ১৩, ১৫ ও ১৮ মার্চ।
টি-টোয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আলিস আল ইসলাম।
প্রথম দুই ওয়ানডের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।