পাবনা : দেখলে চোখ কপালে উঠবে, শুনলে হতে হবে অবাক। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ‘জন্মসূত্রে পাবনা জেলার নাগরিক? গল্প নয় সত্যি; আবার সত্য নয় কিন্তু কাগজে-কলমে এমন ঘটনা ঘটেছে। পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন থেকে ট্রুডোর নামে ইস্যু করা হয়েছে ভুয়া জন্মনিবন্ধন সনদ। এই নিয়ে এলাকায় চলছে সমালোচনা। প্রশ্ন উঠেছে জন্ম নিবন্ধন সার্ভারের নিরপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও।
ওই ইউনিয়ন পরিষদের ইস্যুকৃত জন্মনিবন্ধন সনদে লেখা হয়েছে, ‘নাম জাস্টিন ট্রুরুডো, মাতা- মার্গারেট ট্রুরুডো, মাতার জাতীয়তা বাংলাদেশি, পিতা- পিয়েরে ট্রুরুডো, পিতার জাতীয়তা বাংলাদেশি।’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, গত বছরের শেষের দিকে আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া মারা যান। এরপর থেকে এক মেম্বার ভারপ্রাপ্ত হিসাবে চেয়াম্যানের দায়িত্ব নেন। তবে মূলত কার্যক্রম চালান ইউনিয়ন পরিষদের সচিব আওলাদ হাসান। তার ছত্রছায়ায় পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় হোসেন টাকার বিনিময়ে যার তার নামে জন্মনিবন্ধন করেন।