২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

জাপার স‌ম্মেলন: ৫ নেতা‌কে দা‌য়ি‌ত্ব দি‌লেন রওশন এরশাদ

ঢাকা : দ‌লের চেয়ারম‌্যা‌নের দা‌য়িত্ব নি‌য়ে আগামী ৯ মার্চ কেন্দ্রীয় স‌ম্মেল‌নের ঘোষণা দি‌য়ে‌ছি‌লেন দ‌লের প্রধান পৃষ্ঠ‌পোষক বেগম রওশন এরশাদ। সেই স‌ম্মেলন সফলভা‌বে সম্পন্ন কর‌তে দ‌লের পাচ নেতাকে আনুষ্ঠা‌নিক দা‌য়িত্ব দি‌য়ে এক‌টি ক‌মি‌টিও গঠন ক‌রে দেন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপু‌রে রাজধানীর গুলশানস্থ বাসভবেন এক সংবাদ সম্মেলনে তি‌নি নেতা‌দের নাম ঘোষণা ক‌রেন।

তারা হ‌লেন-অব‌্যাহ‌তিপ্রাপ্ত জাপার সা‌বেক কো-চেয়ারম‌্যান কাজী ফিরোজ রশীদ, বর্তমান কো-চেয়ারম‌্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সা‌বেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন, সা‌বেক প্রেসি‌ডিয়াম সদস‌্য সফিকুল ইসলাম সেন্টু ও জিয়াউল হক মৃধা।

রওশন এরশাদ ব‌লেন, ৯ মার্চ পার্টির দশম জাতীয় সম্মেলন সম্পন্ন হওয়া পর্যন্ত জাতীয় পার্টির সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী ফিরোজ রশীদ। কো-আহ্বায়ক থাকবেন সৈয়দ আবু হোসেন বাবলা, যুগ্ম-আহ্বায়ক থাকবেন গোলাম সরোয়ার মিলন, সদস্য সচিব থাকবেন সফিকুল ইসলাম সেন্টু এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন জিয়াউল হক মৃধা।  এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, যগ্ম-মহাসচিব, সম্পাদকমণ্ডলী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা কমিটির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব- ক্রমানুসারে সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

তি‌নি ব‌লেন, আমি জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার পর আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন-তার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

‘আজ আপনাদের সাথে কথা বলার সময় আমার দুই পাশে যারা রয়েছেন তারা বাংলাদেশের রাজনীতির দুই দিকপাল। কাজী ফিরোজ রশীদ এবং সৈয়দ আবু হোসেন বাবলা- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান। এই দুই নেতা জাতীয় পার্টি প্রতিষ্ঠার জন্য অনন্য ভূমিকা পালন করেছেন। জাতীয় পার্টির জন্য তারা জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। আমাদের সবার প্রাণপ্রিয় নেতা পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এবং আমার পাশে তারা সব সময়ই ছিলেন এবং এখনো আছেন,’ যোগ ক‌রেন রওশন এরশাদ।

জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে জা‌নি‌য়ে সা‌বেক বি‌রোধীদলীয় নেতা ব‌লেন, এই অবস্থা থেকে উত্তরণের জন্য এবং পার্টিকে আবার সুসংগঠিত করার লক্ষ্যে নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে আগামী ৯ মার্চ পার্টির দশম জাতীয় কাউন্সিল আয়োজনের ঘোষণা দিয়েছি।

তি‌নি ব‌লেন, কাজী ফিরোজ রশীদ এবং সৈয়দ আবু হোসেন বাবলাসহ পার্টির প্রতিষ্ঠাকালীন নেতারা এবং এরশাদ-ভক্ত সর্বস্তরের নেতাকর্মী আমার পাশে দাঁড়িয়েছেন। আমরা সবাই মিলে সুন্দর একটি জাতীয় সম্মেলন উপহার দিয়ে জাতীয় পার্টিতে আবার প্রাণশক্তি ফিরিয়ে আনতে চাই। কারণ দেশ ও জাতির জন্য রাজনীতির অঙ্গনে জাতীয় পার্টির প্রয়োজনীয়তা এখন অপরিহার্য।

দেশে সুষ্ঠু গণতন্ত্র এবং অর্থনৈতিক ভীত শক্তিশালী করার জন্য জাতীয় পা‌র্টি সংগ্রাম করে যাচ্ছে উল্লেখ ক‌রে রওশন এরশাদ ব‌লেন,  একটি রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চার প্রধান ক্ষেত্র হচ্ছে- সময় মতো পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠান। জাতীয় পার্টির সম্মেলন আয়োজনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আমরা জাতীয় সম্মেলন অনুষ্ঠানের যে ঘোষণা দিয়েছি- সেই সম্মেলন সফলভাবে সম্পন্ন করার জন্য আমি একটি সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করেছি।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ২৩, ২০২৫
temperature icon 33°C
clear sky
Humidity 26 %
Pressure 1012 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 10 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:06
Sunset Sunset: 18:17

⠀আরও দেখুন

Scroll to Top