এফটিএক্স প্রতিষ্ঠাতা স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইডকে ২৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির জন্য দায়ী স্যামকে ক্রিপ্টোকারেন্সি মোগল হিসেবে বিবেচনা করা হয়।
বৃহস্পতিবার ম্যানহাটনের আদালতে বিচারক লুইস কাপলান এই শাস্তি দেন। স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড বর্তমানে দেউলিয়া ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্সের সাবেক প্রধান নির্বাহী। তিনি গত বছরের শেষের দিকে জালিয়াতি ও অর্থ পাচারের ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত হন।
প্রসিকিউটররা স্যামের ৪০ থেকে ৫০ বছরের মধ্যে সাজা চেয়েছিলেন। তাদের যুক্তিতে, স্যামের (৩২) মধ্যে কোনো অনুশোচনা ছিল না।
গত মাসে স্যামের আইনজীবী বিচারককে সদয় হওয়ার অনুরোধ করে বলেছিলেন, তার মক্কেলের সম্ভাব্য সর্বোচ্চ ১০০ বছরের সাজা নির্ধারণ ছিল ‘অদ্ভুদ’। স্যামের অ্যাটর্নিরা প্রায় সাত বছরের কারাদণ্ড চেয়েছিলেন। খবর দ্য গার্ডিয়ান।