৩ মে, ২০২৪
২০ বৈশাখ, ১৪৩১
Mirror Times BD

লেকে জাল ফেলতেই উঠে এলো ইলিশ

পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার একটি লেকে জাল ফেলতেই ৬০০ গ্রাম ওজনের ইলিশ মাছ ধরা পড়েছে। সোমবার সকালে মাছটি পাওয়া যায় ডালবুঞ্জ এলাকায় ৩১৩ এগ্রো ফার্মের লেকে।

৩১৩ এগ্রো ফার্মের চেয়ারম্যান হাবিবুর রহমান মিজবাহ বলেন, সকালে ফার্মের লেকে মাছ ধরার জন্য জাল ফেলা হয়। এ সময় অন্য মাছের সঙ্গে একটি ইলিশ উঠে আসে। বিষয়টি প্রথমে বিশ্বাস হয়নি। পরে ভালোভাবে পরীক্ষা করে মাছটি ইলিশ বলেই নিশ্চিত হই।

তিনি আরো বলেন, লেকের পাশেই একটি ছোট নদী রয়েছে। সেখান থেকে হয়তো ইলিশটি লেকে প্রবেশ করেছে বলে ধারণা করছি।

৩১৩ এগ্রো ফার্মের পরিচালক মো. আরিফ বিল্লাহ বলেন, লেকে ইলিশ মাছ পেয়ে খুব অবাক হয়েছি। মাছটি আমরা খাওয়ার জন্য রেখে দিয়েছি।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নদীর তীরবর্তী হওয়ায় অন্য মাছের সঙ্গে মাছটি লেকে আসতে পারে।

⠀শেয়ার করুন

⠀আরও দেখুন

Scroll to Top