৩ মে, ২০২৪
২০ বৈশাখ, ১৪৩১
Mirror Times BD

পার্বতীপুরে হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষতি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরেপার্বতীপুরে ঝড়ের কারণে মহাসড়কে গাছ ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে উপজেলার দরগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকাল ৪টার দিকে হঠাৎ পশ্চিম আকাশ মেঘাচ্ছন্ন হলে মুহূর্তেই দমকা হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ঝড়ের কারণে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে দু’পাশে থাকা অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির গাছ আধা কিলোমিটার এলাকাজুড়ে ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। এতে ঐ রাস্তার দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তার ওপর পড়ে থাকা গাছ কেটে সরাতে সক্ষম হন। এ ঘটনায় প্রায় আধাঘণ্টা পর ঐ রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, ঝড়ের কারণে উপজেলা চন্ডিপুর ও হাবড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছপালা, ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘরবাড়ির চালা উড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন প্রায় শতাধিক পরিবার। সেইসেঙ্গ রাস্তার পাশে লাগানো গাছ পড়ে যাওয়ায় স্থানীয়দের এসব কেটে বাড়িতে নিয়ে যেতে দেখা গেছে। এ ঘটনার বিভিন্ন স্থানে তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো উপজেলা।

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন বলেন, ক্ষতিগ্রস্তদের শনাক্ত ও ক্ষতির পরিমাণ জানতে এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে।

⠀শেয়ার করুন

⠀আরও দেখুন

Scroll to Top