১ মে, ২০২৪
১৮ বৈশাখ, ১৪৩১
Mirror Times BD

আগুনে পুড়লো তেলসহ ট্যাংকলরি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

বগুড়া : বগুড়ার শিবগঞ্জে একটি তেলের দোকানে ভয়াবহ অগ্ন্কিান্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের পাকুরতলা মাটির ঘর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। আগুনের কারণে মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়।

উত্তরা ট্রেডার্স নামে ওই দোকানের ব্যবস্থাপক এনামুল হক জানান, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে মেঘনা অয়েল কোম্পানির একটি ট্যাংকলরি থেকে তেল আনলোড করা হচ্ছিল। সে সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে তেলসহ ট্যাংকলরিটি পুড়ে যায়। দোকানে থাকা অনেকগুলো এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুন পাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়লে কয়েকটি ঘর, দুটি গরু ও ৮০-৯০ ব্যারেল জ্বালানি তেল পুড়ে গেছে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শামছুল আলম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে বগুড়া সদর, শিবগঞ্জ, সোনাতলা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, তদন্ত শেষ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।

⠀শেয়ার করুন

⠀আরও দেখুন

Scroll to Top