১ মে, ২০২৪
১৮ বৈশাখ, ১৪৩১
Mirror Times BD

মুক্ত পরিবেশে কথা বলার অধিকার কেড়ে নিয়েছে আ.লীগ: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রায় দুই যুগ ধরে মানুষের ভোটের অধিকার, বস্ত্রের অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং মুক্ত পরিবেশে কথা বলার অধিকারকে কেড়ে নিয়েছে এই আওয়ামী লীগ সরকার।’

বুধবার (৩ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ অতীতে যা করেছিল এখনও একই কায়দায় সমস্ত দলগুলো নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করা হয়েছে। সেই নির্বাচনকে (দ্বাদশ জাতীয় সংসদ) অনেকেই ডামি নির্বাচন বলছে। নিজেরা নিজেরাই নির্বাচন করেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ। বিভিন্ন মামলায় আমাদের অনেক নেতাকর্মী জেলে গিয়েছে। এই পরিস্থিতিতে দেশের মানুষের জীবন আজ অতিষ্ঠ হয়ে গেছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন। সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করবে এটাই আমাদের মুক্তির একমাত্র পথ।’

এর আগে, জেলা বিএনপির সা‌বেক সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমানের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

⠀শেয়ার করুন

⠀আরও দেখুন

Scroll to Top