১ মে, ২০২৪
১৮ বৈশাখ, ১৪৩১
Mirror Times BD

সদরঘাটে এক লঞ্চকে আরেক লঞ্চের ধাক্কা, দড়ি ছিঁড়ে নিহত ৫

ঢাকা : রাজধানীর সদরঘাটে পন্টুনে বাঁধা দুই লঞ্চের মাঝে অন্য এক লঞ্চের ধাক্কায় দড়ি ছিঁড়ে পাঁচ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একটি শিশু ও এক নারী রয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকাল সোয়া ৩টার দিকে লঞ্চে ওঠানামার দড়ি ছিঁড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

সদরঘাট নৌ-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ১১নং পন্টুনের সামনে এ ঘটনা ঘটে। পাঁচ জন গুরুতর আহত যাত্রীকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

সদরঘাট ফায়ার সার্ভিস জানিয়েছে, এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামে দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাশরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে পাঁচ জন যাত্রী লঞ্চে উঠার সময় গুরুতর আহত হন।

ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

⠀শেয়ার করুন

⠀আরও দেখুন

Scroll to Top