১৭ মে, ২০২৪
৩ জ্যৈষ্ঠ, ১৪৩১
Mirror Times BD

জাতীয় দলে তামিমকে দেখছেন পাপন

মিরর স্পোর্টস : অনেক দিন ধরেই বাংলাদেশের হয়ে খেলছেন না তামিম ইকবাল। সেটা গত বছরের সেপ্টেম্বর থেকে। সর্বশেষ লাল-সবুজের জার্সিতে দেশসেরা এ ওপেনার খেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। জুলাইয়ে নেওয়া অবসর ভেঙ্গে ওই একটি ওয়ানডেই খেলেছেন। সেই থেকে জাতীয় দলে দর্শক হয়ে আছেন তামিম। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের হয়ে কবে খেলবেন বাঁহাতি এ উদ্বোধনী ব্যাটার? উত্তরটা বাতলে দিলেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

সিআরপিতে রবিবার এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে ক্রীড়ামন্ত্রী পাপন বলেন, আগামী বছর থেকে তামিম বাংলাদেশ দলে ফিরবেন, ‘সবশেষ ওর সঙ্গে যোগাযোগ হয়েছে, তখন কথা ছিল ও (তামিম) প্রথম জালাল ইউনুস অপারেশন্সের এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সঙ্গে বসবেন তারপর আমার সঙ্গে বসবে। ওনাদের সঙ্গে বসেছে, এখন আমার সঙ্গে বসবে। আমি যেটা শুনেছি, ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে সামনের বছর থেকে খেলবে।’

গত মার্চে বিসিবির সঙ্গে বৈঠক বসেছিলেন তামিম। বৈঠক শেষে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জালাল জানিয়ে ছিলেন, ‘আলাপ আলোচনা হয়েছে। এখন বিষয়গুলো আমরা সভাপতি সাহেবের (পাপন) কাছে জানাব। আলাপ করার পরে তারপর আমরা একটা বক্তব্য দেব। তার (তামিম) প্ল্যান আমরা শুনেছি, এবার সভাপতিকে জানিয়ে আলাপ শেষে আমরা বিস্তারিত জানাতে পারব।’

জাতীয় দলে না খেললেও ঘরোয়া ক্রিকেটে কিন্তু নিয়মিত খেলছেন তামিম। গত বিপিএলে ফরচুন বরিশালের প্রতিনিধিত্ব করেছেন। দলকে উপহার দিয়েছেন প্রথম শিরোপা। এখন খেলে যাচ্ছেন ডিপিএলে। প্রাইম ব্যাংকের জার্সিতে খেলে যাচ্ছেন তিনি।

জালাল ইউনুস চৌধুরী মুস্তাফিজুর রহমানকে নিয়ে বলেছিলেন, আইপিএলে থেকে দেশের বাঁহাতি এ তারকা পেসারের শেখার কিছু নেই। তার এ বক্তব্য নিয়ে দেশের ক্রীড়াঙ্গন তো বটেই ভারতীয় ক্রিকেটেও বেশ আলোচনার খোরাক জুগিয়েছে। মুস্তাফিজকে নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। মুস্তাফিজ যদি আইপিএল খেলত তাহলে সে বেশি লাভবান হতো কি না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আইপিএল লাভবান হতো। আমরা কীভাবে লাভবান হব।’

সাভারের সেন্টার ফর দ্যা রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড, সিআরপিতে রবিবার প্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত ক্রীড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। সিআরপির পক্ষাঘাতগ্রস্তদের মাঝে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বিসিবি সভাপতি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মে ১৭, ২০২৪
temperature icon 43°C
scattered clouds
Humidity 13 %
Pressure 1002 mb
Wind 10 mph
Wind Gust Wind Gust: 14 mph
Clouds Clouds: 32%
Visibility Visibility: 0 km
Sunrise Sunrise: 05:19
Sunset Sunset: 18:44

⠀আরও দেখুন

Scroll to Top