রমজানের প্রথম দশ দিনে মক্কার গ্র্যান্ড মসজিদে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য কর গেছে। এ সময় সেখানে রেকর্ড আড়াই কোটির বেশি মানুষ নামাজের জন্য জড়ো হয়েছেন। গ্র্যান্ড মসজিদ ও প্রোফেট মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্সি আরও জানিয়েছে, একই সময়ে ৫৫ লাখেরও বেশি মুসলিম ওমরাহ পালন করেছেন।
অতিরিক্ত চার হাজার কর্মীকে বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত করা হয়েছে। যারা ৩৫০ জন সৌদি ব্যবস্থাপকের তত্ত্বাবধানে কাজ করছেন যাতে মসজিদটি দিনে পাঁচবার পরিষ্কার করা যায়।
ওমরাহ পালনকারীর সংখ্যা বাড়ায় গ্র্যান্ড মসজিদ ও প্রোফেট মসজিদবিষয়ক জেনারেল অথরিটি মসজিদের প্রধান প্রবেশপথে স্মার্ট সেন্সর ও উন্নত ক্যামেরা ব্যবহার করে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে।
এই উদ্যোগের লক্ষ্য হলো রিয়েল-টাইমে ওমরাহ পালনকারীদের গতিপথ ট্র্যাক করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অপটিমাইজিং ক্রাউড ডিস্ট্রিবিউশন করা যাতে অপারেশনাল সক্ষমতা বাড়ে।