১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

মহান নেতা কমরেড গুরুদাস তালুকদারের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রাম এর নেতা, ঐতিহাসিক তেভাগা আন্দোলনের বীর যোদ্ধা, বায়ান্ন’র ভাষা আন্দোলনসহ স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা কমরেড গুরুদাস তালুকদারের ৪৪তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গুরুদাস তালুকদার স্মৃতি পরিষদের আয়োজনে দিনাজপুর প্রেসক্লাব চত্বরের অস্থায়ী প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিনম্র শ্রদ্ধা জানায়।

গুরুদাস তালুকদার স্মৃতি পরিষদ দিনাজপুরের আহবায়ক রঞ্জন কুমার কুন্ডুর সভাপতিত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে কমরেড গুরুদাস তালুকদার স্মৃতি পরিষদ, তেভাগা চেতনা পরিষদ, খেলাঘর, সিপিবি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, জাসদ, নাট্য সমিতি, উদীচী, মহিলা পরিষদ, প্রগতি লেখক সংঘ, মাটির কাঁসা, আমাদের থিয়েটার, যুব ইউনিয়ন, টিইউসি, বাসদ, বাসদসহ বিভিন্ন সংগঠন। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, আলতাফ হোসেন, রেজাউর রহমান রেজু, সহিদুল ইসলাম শহিদুল্লাহ, এ্যাডঃ মেহেরুল ইসলাম, এ্যাডঃ লিয়াকত আলী, শফিকুল ইসলাম, অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল, অধ্যাপক জলীল আহমেদ, কানিজ রহমান, সত্য ঘোষ, সুলতান কামাল উদ্দিন বাচ্চু, নুরুল মতিন সৈকত, তারেকুজ্জামান তারেক, এ্যাডঃ রেয়াজুল ইসলাম, কিবরিয়া হোসেন, টঙ্কনাথ অধিকারী, গৌতম কুন্ড, প্রদীপ ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন, কমরেড গুরুদাস তালুকদার সাধারন মানুষের জন্য শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হন। মার্কসবাদ-লেলিনবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষের জন্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। গুরুদাস তালুকদারের নামে একটি প্রতিষ্ঠানের নামকরণ ও দিনাজপুরে তার একটি স্থায়ী মুরাল স্থাপন করার উপর সুপারিশ করা হয়।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
নভে ১৪, ২০২৪
temperature icon 27°C
clear sky
Humidity 51 %
Pressure 1015 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:22
Sunset Sunset: 17:17

⠀আরও দেখুন

Scroll to Top