১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

ক্রসিংয়ে পাথরবোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা, চালক-হেলপারের মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলায় লেভেল ক্রসিংয়ে উঠে আসা ট্রাকে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে।সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানায়, গেটম্যানের অনুপস্থিতি ও ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন—ট্রাকচালক আরিফ হোসেন (৪০) ও তার সহকারী মাহাবুর রহমান (৪৫)। তাদের বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামে।

আরিফ ওই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ও মাহাবুরের বাবার নাম শুকুর আলী।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হেলপারের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং চালক আরিফ হোসেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সূত্র জানিয়েছে, লেভেল ক্রসিংটি অরক্ষিত ছিল, গেটম্যান উপস্থিত ছিলেন না। পাথরবোঝাই একটি ট্রাক লেভেল ক্রসিংয়ে উঠে এলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়।

‘এই অরক্ষিত লেভেল ক্রসিংয়ে আগেও প্রাণঘাতি দুর্ঘটনা ঘটেছে। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি এখানে ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকারের তিনজন যাত্রীর মৃত্যু হয়েছিল,’ বলেন মমতাজুল হক।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ১৩, ২০২৫
temperature icon 15°C
clear sky
Humidity 50 %
Pressure 1012 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:42
Sunset Sunset: 17:57

⠀আরও দেখুন

Scroll to Top