মিরর ডেস্ক : রাজ্যের বাসিন্দা হতে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিমদের জন্য ‘শর্ত’ চাপিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার তিনি এ নতুন শর্তের ঘোষণা দিয়েছেন।
চলতি মাসেই ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর হয়েছে। সিএএ নিয়ে ইতিমধ্যেই বিজেপি বিরোধী দলগুলি সুর চড়াতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ, কর্নাটকে সিএএ চালু হতে দেবেন না, বলে দাবি করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিমরা আসামে ‘মিঞা’ নামে পরিচিত। সেই ‘মিঞা’ সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে হিমন্ত বলেন, ‘অসমিয়া সমাজের কিছু সাংস্কৃতিক নিয়ম ও ঐতিহ্য রয়েছে। যদি আসামের অধিবাসী হতে হয় তবে সেই সব মেনে চলতে হবে।’
হিমন্ত জানান, কোনো পরিবারে যদি দুইয়ের বেশি সন্তান থাকে, তবে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিমরা আসামের বাসিন্দা হতে পারবেন না। এ ছাড়াও, বহুবিবাহ, বাল্যবিবাহ বন্ধ করার শর্তও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘যদি এ রাজ্যের বাসিন্দা হতে হয় তবে নাবালিকার বিয়ে দেওয়া যাবে না।’
পাশাপাশি হিমন্ত জানান, ছেলেমেয়েদের মাদ্রাসায় পড়ানো যাবে না। মাদ্রাসার পরিবর্তে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্রে মনোযোগ দেওয়া উচিত।