১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

আজ থেকে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

মিরর ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রী চাপ সামাল দিতে আজ থেকে পূর্বে দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়েছে। তবে ঈদের পরে যথারীতি ছুটি পাবেন তারা।

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে এ সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে জানায়, ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের জন্য পাহাড়তলী ওয়ার্কসপ থেকে ৯০টি এমজি ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৭টি বিজি ও ১২ টি এমজি কোসসহ সর্বমোট ১৬২টি আউট টার্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷

এছাড়া ঈদ উপলক্ষে মোট ২৪৯টি (পূর্বাঞ্চলে এমজি ১০৫টি ও পশ্চিমাঞ্চলে বিজি ১২৫ টি ও এমজি ১৯টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে৷

আজ বুধবার (১২ জুন) থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে। গত ২ জুন যারা অগ্রিম টিকিট কিনেছিলেন করেছিলেন তারা আজ ভ্রমণ করতে পারছেন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ১৪, ২০২৫
temperature icon 17°C
clear sky
Humidity 34 %
Pressure 1014 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:41
Sunset Sunset: 17:58

⠀আরও দেখুন

Scroll to Top