১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

চিকিৎসায় বিদেশ-নির্ভরতা কমাতে সেবা কার্যক্রম গতিশীল করার তাগিদ

ঢাকা : চিকিৎসায় বিদেশ-নির্ভরতা কমাতে কিডনি ও লিভার ট্রান্সপ্ল্যান্টেশন, ইনফারটিলিটি সেবা কার্যক্রম গতিশীল করার জোর তাগিদ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রশাসন।

সোমবার (২৩ ডিসেম্বর) বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম সুপার স্পেশালাইজড হাসপাতালের নব নিযুক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফউল্লাহ মুন্সীর সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই তাগিদ দেন।

এই সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক  ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, অতিরিক্ত পরিচালক ডা. মো. শহিদুল হাসান, উপাচার্যের একান্ত সচিব ডা. রহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। সভার মাধ্যমে সুপার স্পেশালাইজড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও কর্মমুখর পরিবেশের সৃষ্টি হয় বলে জানায় বিএসএমএমইউ।

উপাচার্য ও প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় যেসব রোগের রোগীরা বেশি করে চিকিৎসার জন্য বিদেশে যান— সেই সব রোগের রোগীদের দেশেই সর্বাধুনিকমানের চিকিৎসাসেবা নিশ্চিতকরণের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। রোগীদের বিদেশমুখীতা কমাতে পারলে দেশের রোগীরা যেমন কম খরচে জটিল জটিল রোগের চিকিৎসাসেবা পাবেন, একইভাবে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে— যা দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখবে বলে জানান তারা।

প্রতি বছর কিডনি ও লিভার ট্রান্সপ্ল্যান্ট, সন্তান লাভের আশায় ইনফারটিলিটি সেবা নিতে প্রচুর সংখ্যক রোগী বিদেশে যান,  এতে করে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়, যা রোগীর জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও দেশের অর্থনীতির জন্যও একটি বড় সমস্যা। তাই দেশেই যাতে কিডনি ও লিভার ট্রান্সপ্ল্যান্ট, ইনফারটিলিটির ক্ষেত্রে বিশ্বমানের চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মত দেয় বিএসএমএমইউ প্রশাসন।

এসময় বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে এসব চিকিৎসাসেবা যেন নিশ্চিত ও গতিশীল করা যায়, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়ার তাগিদ দেওয়া হয়। হৃদরোগ চিকিৎসায় বিশেষ করে শিশু হৃদরোগীদের বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করারও ওপর তাগিদ দেওয়া হয়। সুপার স্পেশালাইজড হাসপাতালে যেসব মডিউল ওটি, অবস অ্যান্ড গাইনি ওটিসহ যেসব ওটি রয়েছে, তা পূর্ণাঙ্গরূপে চালুর ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সুপার স্পেশালাইজড হাসপাতালে রয়েছে এক্সিডেন্ট অ্যান্ড ইমারজেন্সি সেন্টার, কিডনি ডিজিসেস অ্যান্ড কিডনি ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, কাডিও অ্যান্ড সেরেব্রো ভাসকুলার সেন্টার, হেপাটোবিলিয়ারি, হেপাটোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, প্যানক্রিয়েটিভ ডিজিসস অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট, একশ শয্যার আইসিইউ ইউনিট ইত্যাদি পূর্ণাঙ্গরূপে সক্রিয় করারও গুরুত্বারোপ করা হয়।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ১৪, ২০২৫
temperature icon 17°C
clear sky
Humidity 34 %
Pressure 1014 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:41
Sunset Sunset: 17:58

⠀আরও দেখুন

Scroll to Top