২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

স্ত্রীর চতুর্থ সন্তানও মেয়ে হওয়ায়, অন্যের ছেলেকে চুরি করলেন স্বামী

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে চুরির ১২ ঘণ্টার মধ্যে আড়াই মাসের জুনায়েদকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে শিশু চুরির অভিযোগে রুবেল মিয়া ও তার শাশুড়ি সস্তু বেগমকে আটক করা হয়। সোমবার (১০ জুন) বিকাল ৪টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বেত্রাটি গ্রাম থেকে অভিযুক্তদের আটক ও শিশুটিকে উদ্ধার করা হয়।

আটক রুবেল মিয়া বেত্রাটি গ্রামের মৃত শহীদ উদ্দিনের ছেলে। সস্তু বেগম জেলার তাড়াইল উপজেলা তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামের হারু মিয়ার স্ত্রী। তারা দুজনে মিলে সোমবার ভোর ৪টার দিকে তাড়াইলের শাহবাগ গ্রামের নাজনিন আক্তার ও সাজ্জাদ দম্পতির ঘরে সিঁধ কেটে ঢুকে তাদের আড়াই মাসের ছেলে শিশু জুনায়েদকে চুরি করে নিয়ে যায়। অভিযোগ পেয়ে পুলিশ সারাদিন অভিযান চালিয়ে বিকালে শিশুটি উদ্ধারে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, শাশুড়ি সস্তু বেগমের বাড়ি নাজনিনের বাড়ির পাশাপাশি। বেশ কয়েকদিন ধরে তিনি মেয়ের জামাইকে নিয়ে শিশুটিকে চুরির পরিকল্পনা করছিলেন। রুবেল মিয়া পেশায় ফেরিওয়ালা। তার তিনটি মেয়ে সন্তান রয়েছে। তিনি একটি ছেলে সন্তানের জন্য উদগ্রীব ছিলেন। রবিবার তার স্ত্রী আরেকটি মেয়ে সন্তানের জন্ম দেন। এ হতাশায় তিনি শাশুড়িকে নিয়ে সোমবার ভোরে জুনায়েদকে চুরি করে নিজের বাড়ি নিয়ে যান।

সন্ধ্যার দিকে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। এরপর উদ্ধার করা শিশুটিকে মা নাজনিনের কোলে ফিরিয়ে দেন। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। সন্তানকে ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান নাজনিন আক্তার।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ২৩, ২০২৫
temperature icon 20°C
scattered clouds
Humidity 77 %
Pressure 1015 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 26%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:06
Sunset Sunset: 18:17

⠀আরও দেখুন

Scroll to Top