১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় বন্ধ

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করেছে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধায় তা বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার ভোর থেকে সীমান্তের শূন্যরেখার মাত্র ৩০ গজ ভেতরে এই কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়। এ ঘটনায় মঙ্গলবার বিকালে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।

বৈঠক শেষে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, বৈঠকে বিএসএফ কাজ বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে বাংলাদেশ-ভারত সীমান্তে গত কয়েকদিন ধরেই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনী ও স্থানীয় অধিবাসীদের মধ্যে উত্তেজনার মধ্যে পাঁচবিবি সীমান্তে এ ঘটনা ঘটে। আজ সকালে উপজেলার হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উচনা গ্রামের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনার তথ্য দেনে তিনি।

বিকালে লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ সাংবাদিকদের বলেন, সকালে সীমান্ত এলাকায় প্রচণ্ড কুয়াশা পড়ছিল। এর মধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের উচনা গ্রামের জিরো পয়েন্টের ২৫ থেকে ৩০ গজের মধ্যে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করেন।

খবর পেয়ে তাৎক্ষণিক হাটখোলা বিওপির বিজিবি সদস্যরা বাধা দিলে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ রাখে বিএসএফ।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। পরে বিকালে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর বিএসএফ সদস্যরা বেড়া স্থাপনের মালামাল নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

এর আগে গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁচা গম ও গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে হাতাহাতি, বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া যায়। ওই দিন দুপুর থেকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা এবং কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি সীমান্তবর্তী মাঠে দুই দেশের নাগরিকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনার কথা জানিয়েছিলেন শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।

পরে বিকাল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। সেখানে বিএসএফ দুঃখ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ারও প্রতিশ্রুতি দেয় বলে জানান বিজিবি-৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলারই বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণব নগর থানার সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে বিএসএফরে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে উত্তেজান ছড়ায়। পরে বিজিবির তীব্র আপত্তির মুখে নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ। এ ঘটনায় সীমান্তবর্তী দুইদেশের জনসাধারণের মাঝেও উত্তেজনা ছড়ায়। পরে পতাকা বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে স্থানীয়রা ক্ষেতে কাজ করা কমিয়ে দেয়।

এমন প্রেক্ষাপটে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়। এতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদের সংঘাতের প্রেক্ষাপটে ‘দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী গঠনমূলক আলোচনার’ মাধ্যমে সমস্যা সমাধানের কথা তুলে ধরা হয়।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ বিশ্বাস করে যে, সীমান্তে শান্তি বজায় রাখতে বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থার কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছি।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ১৩, ২০২৫
temperature icon 15°C
clear sky
Humidity 47 %
Pressure 1011 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:42
Sunset Sunset: 17:57

⠀আরও দেখুন

Scroll to Top