কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে দুই ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের বাসিন্দা। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গোসলে নামার পর তারা নদে নিখোঁজ হয়। রাত ১০টা পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ শিশুরা হলো– বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭), আহাদ আলীর মেয়ে আঁখি খাতুন (৯) ও ছেলে আতিক হোসেন (৭)। নিখোঁজ শিশুদের মধ্যে জুয়েল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। অন্যরা প্রথম শ্রেণির।
নিখোঁজ জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, বুধবার দুপুরে গ্রামের পাঁচ শিশু ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে ওঠে এবং আকস্মিক বাতাস বইতে থাকে। এমন পরিস্থিতিতে এক শিশু পাড়ে উঠতে পারলেও অপর চার জন স্রোতের টানে নদে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের বেশ কয়েকজন মিলে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলেও তাদের পাওয়া যায়নি।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘নদে গোসল করতে নেমে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। রাত পর্যন্ত কাউকে পাওয়া যায়নি।’
ওসি বিশ্বদেব রায় বলেন, ‘ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ডুবরি দলের উদ্ধার কাজে যোগ দেওয়ার কথা রয়েছে।’