৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

বৈষম্যমূলক পেনশন প্রত্যাহারের দাবিতে হাবিপ্রবি’র  শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচীতে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোস্তাফিজার রহমান, সাধারন সম্পাদক প্রফেসর ড. সাদেকুর রহমান, প্রফেসর ড. বলরাম রায়, প্রফেসর ড. মামুনুর রশিদ, প্রফেসর ড. হারুন-অর রশিদসহ বিভিন্ন শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।

এ সময় বলা হয়, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নং-৪৬-আইন/২০২৪ এ বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক আগামী ১ জুলাইয়ের পরবর্তী সময়ে যোগদান করবেন তাদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার প্রত্যয় স্কিম বাধ্যতামূলক করা হয়েছে। এবং তাদের ক্ষেত্রে প্রতিষ্ঠান বা সংস্থার জন্য বিদ্যমান অবসর সুবিধা সংক্রান্ত বিধি-বিধান প্রযোজ্য হবে না।

এমন বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাংলাদেশের সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এটি কার্যকর হলে আগামীতে যেসব শিক্ষক বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন তাদের আর্থিক সুবিধা কমে যাবে, বৈষম্য ও অসন্তোষ বাড়বে। অবসরকারীন নিশ্চয়তা একই রকম না থাকলে আগামীতে মেধাবীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় আসতে নিরুৎসাহিত হবেন। ফলে গুনগত মানসম্পন্ন শিক্ষা প্রদান ও গবেষণা ব্যাহত হবে, তৈরী হবে মেধাশুন্য অদক্ষ জাতি। তাই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট আমাদের প্রত্যাশা এই আদেশ প্রত্যাহার ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রনয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করবেন।

এছাড়াও গত ৯ মে তারিখে শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা সভার আহŸান করা হয়েছিল যেসভাটি ভন্ডুল করতে অপচেষ্টা করার প্রতিবাদ জানানো হয়।

শিক্ষকরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চশিক্ষার জন্য স্বায়ত্বশাস্তি বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করেছিলেন। স্বায়ত্বশাসন প্রদান করেছিলেন বিশ্ববিদ্যালয়গুলোকে। আজ তারই হাতে গড়া স্বায়ত্বশাস্তি এসকল প্রতিষ্ঠানে নিযুক্ত শিক্ষক০গণ বঞ্চনার শিকার হচ্ছেন যা জাতির পিতার শিক্ষা দর্শনের প্রতি চরম অবমাননা প্রদর্শনের শামিল।

যেখানে বিশ্বের অনেক দেশে বিশ্ববিদ্যােলয়ের শিক্ষকদের জন্য প্রথক বেতন কাঠামো আছে, সেখান আমাদেরকে বিদ্যমান সুবিধা থেকে বঞ্চিত করে শিক্ষকদের আন্দোলনের পথে ঠেলে দেয়ার এহেন হটকারী প্রজ্ঞাপন জারি করা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের অন্তরায়।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ৮, ২০২৫
temperature icon 21°C
clear sky
Humidity 21 %
Pressure 1012 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:45
Sunset Sunset: 17:53

⠀আরও দেখুন

Scroll to Top