৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে ‘ছাত্রদলের হামলা’, যে দাবি করলেন সমন্বয়ক মাহিন

নাটোর : নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে হওয়া অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। আভিযোগের তীর ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

এসময় নাটোরে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, ইফতেখার আলম ও ফয়সাল আহমেদ।

সমন্বয়ক মাহিন সরকার জানান, আমাদের ১১টার প্রোগ্রামে সন্ত্রাসীরা হামলা করার চেষ্টা করেছিল এবং ৩টার প্রোগ্রামের স্টেজ ভেঙে ফেলা হয়েছে।

তিনি বলেন, আমরা প্রশাসনের সঙ্গে জেলার নানা সমস্যা নিয়ে কথা বলছিলাম। দুপুর আড়াইটার দিকে আমরা খবর পাই অনুষ্ঠানস্থলে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন থেকে আমাদের সেখানে না যেতে বলা হয়।

এক প্রশ্নের জবাবে সমন্বয়ক বলেন, বিএনপি আমাদের থ্রেট হিসেবে নিয়েছে। তারেক রহমানের সমালোচনা করার পরিপ্রেক্ষিতে এমন হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি।

এরপর বগুড়ায় সমন্বয়কদের কর্মসূচি আছে জানিয়ে নিরাপত্তা শঙ্কার কথা জানান মাহিন। তিনি বলেন, বগুড়ায় বিএনপির অবস্থান শক্ত।

এর আগে সিরাজগঞ্জেও সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানান মাহিন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
অক্টো ৮, ২০২৪
temperature icon 31°C
clear sky
Humidity 64 %
Pressure 1013 mb
Wind 1 mph
Wind Gust Wind Gust: 2 mph
Clouds Clouds: 8%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:00
Sunset Sunset: 17:45

⠀আরও দেখুন

Scroll to Top