২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Mirror Times BD

দিনাজপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সংবর্ধনার নামে চাঁদা আদায়

স্টাফ রিপোর্টার : দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তাদের সংবর্ধনার নামে খানসামা উপজেলায় শিক্ষকদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এর আগেও ক্লাস্টার পর্যায়ে খানসামা উপজেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তাদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এরপরও পুনরায় সংবর্ধনা নামে চাঁদা আদায়কে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, আগামী ১৫ এপ্রিল খানসামা উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের মাসিক সমন্বয় সভার আয়োজন করা হয়েছে। এই সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তাদের সংবর্ধনা প্রদানের কথা রয়েছে। এই সংবর্ধনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ৬০০ টাকা করে বাধ্যতামূলক চাঁদা আদায়ের কথা জানান শিক্ষকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রধান শিক্ষক জানান, টিও এবং এটিও স্যারদের ক্লাস্টার পর্যায়ে সংবর্ধনা দেওয়ার পরও, পুনরায় জেলার স্যারদেরসহ উপজেলা স্যারদের সংবর্ধনা প্রদানের জন্য ১শ’ ৪৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ৬০০ টাকা করে বাধ্যতামূলক চাঁদা দাবি করা হচ্ছে। ক্লাস্টারের দায়িত্বরত এটিও স্যার ও কিছু শিক্ষক নেতা এই চাঁদা প্রদানের জন্য চাপ প্রয়োগ করছেন। তাই নিরুপায় হয়ে সেই চাঁদা দিতে হচ্ছে। তারা বলেন, সংবর্ধনা দিলেও এত টাকার তো প্রয়োজন হয় না।

খানসামার ৪ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুঠোফোনে চাঁদা আদায়ের বিষয়টি এড়িয়ে যান। তারা বলেন, এটা শিক্ষকদের অনুষ্ঠান। সংবর্ধনায় কাকে কি দিবেন, কত করে চাঁদা ধরেছেন, এটা আমরা জানি না।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার জানান, সংবর্ধনার বিষয়ে আমি কিছু জানি না। আমাকে এ বিষয়ে এখনো কেউ কোন কিছু জানায়নি। উপজেলা শিক্ষা বিভাগের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, সরকারি কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকদের চাপ প্রয়োগ করে চাঁদা নেওয়ার কোন সুযোগ নেই। এমন হয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারী দায়িত্ব হিসেবে আমার মাসিক সমন্বয় সভায় খানসামা উপজেলায় যাওয়ার কথা রয়েছে। সংবর্ধনার বিষয়টি আমাকে জানানো হয়নি। এর আগে নিয়মিত পরিদর্শনে জেলার ১২ টি উপজেলায় গিয়েছি। কোন উপজেলায় সংবর্ধনা নেই নি। সংবর্ধনা আয়োজন করলে সেই সভায় যাব না। আর চাঁদা আদায়ের বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
এপ্রি ২০, ২০২৫
temperature icon 26°C
scattered clouds
Humidity 67 %
Pressure 1006 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 7 mph
Clouds Clouds: 40%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 05:38
Sunset Sunset: 18:30

⠀আরও দেখুন

Scroll to Top