১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে, ২ মাছ বিক্রেতা নিহত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়লে চাকায় পিষ্ট হয়ে দুই মাছ বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা নাকাইহাট ভায়া সড়কের ধর্মপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের নরেন দাসের ছেলে হরেন চন্দ্র দাস (৫৫) ও  একই গ্রামের মহেন্দ্র দাসের ছেলে প্রতাপ চন্দ্র দাস (৩৫)।

আহতরা হলেন, একই এলাকার আইজাল সরদার (৬৭), তোহা (৫৫), আজাদুল (৪৫), বিজেন চন্দ্র (৩৮) ও আশরাফ সরকার (৬৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মপুর বাজারে কয়েকজন জেলে মাছ বিক্রি করছিলেন। এ সময় গোবিন্দগঞ্জ থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ে মাছ বিক্রেতাসহ কয়েকজনকে চাপা দেয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক হরেন চন্দ্র ও প্রতাপকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি শামছুল আলম শাহ দুই মাছ বিক্রেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক পালিয়ে গেলেও স্থানীয়রা প্রাইভেট কারটি আটক করে পুলিশে দেয়।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১২, ২০২৪
temperature icon 23°C
broken clouds
Humidity 40 %
Pressure 1012 mb
Wind 6 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 56%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:42
Sunset Sunset: 17:16

⠀আরও দেখুন

Scroll to Top