১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

পার্বতীপুরে ইউএনওকে অপসারণের দাবিতে বিক্ষোভ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে পার্বতীপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে পার্বতীপুর ইউএনও ফাতেমা খাতুনের দুর্নীতি ও অনিয়মের কথা তুলে ধরেন উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক তারিকুল ইসলাম। পরে তার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে বিকাল ৩টায় ইউএনওর কার্যালয় অবরোধ করে। এ সময় বিক্ষোভকারীরা ‘ইউএনও অপসারণ চাই’, ‘বিচার চাই’, ইত্যাদি নানা স্লোগান দিতে থাকেন। বিকাল সাড়ে ৩টায় এ নিয়ে দুপক্ষের পক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এসময় আন্দোলনকারীরা তাকে (ফাতেমা খাতুন) নতুন কর্মস্থলে যাওয়ার জন্য দুই ঘণ্টার আল্টিমেটাম দেন। তবে আল্টিমেটামের সময় শেষ হওয়ার আগে বিকাল ৪টায় ইউএনও ফাতেমা খাতুন তার কার্যালয় ত্যাগ করে উপজেলা চত্বরের সরকারি বাস ভবনে চলে যান। এসময় আন্দোলনকারীরা ইউএনও কার্যালয় তালা বন্ধ করে ও স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করেন।

উল্লেখ্য, বিসিএস ৩৫তম প্রশাসন ক্যাডারে ২০২৪ সালের ১২ মার্চ ইউএনও হিসেবে ফাতেমা খাতুন পার্বতীপুর উপজেলায় যোগ দেন। গত ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাজী মোহাম্মদ অনিক ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ২০২৪ সালের ২৯ ডিসেম্বর মাসে তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ইউএনও পদে বদলির আদেশ পান। কিন্তু তিনি সেখানে যোগ দেননি। একইভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে ২০২৫ সালের ১৫ জানুয়ারি তাকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়। গত ১১ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত আরেক আদেশে এ বদলি বাতিল করা হয়।

এদিকে গত ২৮ জানুয়ারি রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার আজিজ সারতাজ জায়েদ স্বাক্ষরিত এক আদেশে পার্বতীপুর ইউএনও কার্যালয়ে কাজী মোহাম্মদ অনিক ইসলামকে বদলি করা হয়।

স্থানীয় জাতীয় নাগরিক কমিটির নেতারা দাবি করে বলেন, বার বার বদলির আদেশ পরিবর্তন করে পার্বতীপুরে থাকার চেষ্টা করায় তার বিরুদ্ধে পার্বতীপুরের সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে সব অভিযোগ মিথ্যা দাবি করে ইউএনও ফাতেমা খাতুন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সেনাবাহিনীর একটি টহল দল ও পুলিশ অবস্থান করছে। বর্তমানে উপজেলা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ১৭, ২০২৫
temperature icon 35°C
scattered clouds
Humidity 16 %
Pressure 1003 mb
Wind 15 mph
Wind Gust Wind Gust: 27 mph
Clouds Clouds: 29%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:12
Sunset Sunset: 18:14

⠀আরও দেখুন

Scroll to Top