মোংলা : বাগেরহাটের মোংলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ‘নারী নেতৃত্ব হারাম’ উল্লেখ করে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কয়েক হাজার নারী। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় মোংলা পোর্ট পৌরসভার সামনে উপজেলা নারী সমাজের ব্যানারে এই মানববন্ধন করা হয়।
এমন বক্তব্যের জন্য মোংলা উপজেলার সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদারকে তার পদ থেকে অপসারণ চেয়ে গ্রেফতারের দাবি জানানো হয়। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন নারীরা।
বক্তারা বলেন, ‘ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার রাষ্ট্র ও সংবিধানবিরোধী বক্তব্য দিয়ে পুরো নারী সমাজকে অপমান ও অসম্মান করেছেন। যেখানে দেশের প্রধানমন্ত্রী একজন নারী, স্পিকার একজন নারী। এ ছাড়া রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নারীরা আসীন রয়েছেন। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন রাষ্ট্রেও নারীদের আধিপত্য রয়েছে। এমনকি বিতর্কিত বক্তব্য দেওয়া ইকরাম ইজারাদার নারী প্রধানমন্ত্রীর অধীনেই নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।’