নওগাঁ : নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় তিন রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন (২৭), কালুশহর গ্রামের আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম (৩৫) এবং মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত খোয়াজ উদ্দিনের ছেলে নূর আলম (৪৫)।
স্থানীয়রা জানান, নিহতরা সবাই পেশায় রং মিস্ত্রি। প্রতিদিনের মতো তারা তাদের কাজ শেষ করে চৌবাড়িয়াহাট এলাকা থেকে একসঙ্গে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে এলে ধানবোঝাই একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা অপর দুইজন গুরুতর আহত হন। এরপর সংবাদ পেয়ে মান্দা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে বাকি দুইজন মারা যান।
মান্দা থানার ওসি মো. মুনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।