কুড়িগ্রাম প্রতিনিধি : ধার দেওয়া টাকা ফেরতে পেতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় আব্দুল আউয়াল নামে এক স্কুলশিক্ষক হালখাতার আয়োজন করেছেন।
তিনি হালখাতার চিঠিতে লিখেছেন, ‘আপনাদের টাকা হাওলাত দিয়ে আমি আনন্দিত। আগামী ১২ জানুয়ারি হালখাতার আয়োজন করা হয়েছে। উক্ত হালখাতায় আপনি উপস্থিত হয়ে ঋণ পরিশোধ করে ঋণমুক্ত থাকুন।’
আব্দুল আউয়াল উপজেলার আন্ধারীঝাড় এম এ এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আগামী ১২ জানুয়ারি হালখাতার অনুষ্ঠান হবে। বিষয়টি নিয়ে জেলায় আলোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনসহ কাছের মানুষদের কাছে ধার দেওয়া টাকা ফেরত পেতে তিনি এ পন্থা বেছে নিয়েছেন। ঐ শিক্ষক ঋণ পরিশোধের জন্য ৩৫ জন দেনাদারদের চিঠি দিয়েছেন।
শিক্ষক আব্দুল আউয়াল বলেন, ‘যাদের কাছে টাকা পাই দীর্ঘদিন হওয়ায় লজ্জায় তাদের কাছে টাকা ফেরত চাইতে পারি না। তাই টাকা ফেরত পেতে হালখাতার ধারণা মাথায় আসে। তখন এই ব্যবস্থা করি।’