স্টাফ রিপোর্টার : জবুথবু শীতে দিনাজপুরে শীতার্তদের মাঝে একটু উষ্ণতা ছড়িয়ে দিতে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা’। বুধবার বিকেলে দিনাজপুর শহরের কালুরমোড় এলাকায় ২ শতাধিক মানুষের মাঝে এসব তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন আমরা সংগঠনের সভাপতি আল মামুন বিপ্লব, সাধারণ সম্পাদক এ্যাড মানিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে বুধবার সকাল ১১টায় তীব্র শীতে হত দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে দিনাজপুরে এনজিও ফেডারেশনের (এফএনবি) শীতবস্ত্র বিতরণ আয়োজনে এবং ব্যুরো বাংলাদেশ, আশা, ব্রাক, এসকেএস, আরডিআারএস বাংলাদেশ, আল ফালাহ আ্যাস উন্নয়ন সংস্থা ও আলোহা সোশাল সার্ভিসেস বাংলাদেশ এর সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দিনাজপুর শহরের পশ্চিম রামপুর মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুল প্রাঙ্গনে অসহায়, দুস্থ মানুষের মাঝে প্রায় ৫০০ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।