হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পল্লীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চলাকালে অসুস্থ হয়ে সামিউল ইসলাম (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ জুন) সকালে উপজেলার বেডামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে টুর্নামেন্ট চলাকালে ঘটনাটি ঘটে। সে ওই স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মৃত সামিউল উপজেলার শালখুড়িয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
বেডামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিলা খাতুন বলেন, ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চলছিল। সোমবার খেলা ছিল বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ও ছোট তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলের। সকালে খেলা শুরু হলে পাঁচ মিনিটের মাথায় মাঠের মধ্যে সামিউল নামের শিশুটি পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তাসহ শিশুটির পরিবারের সবাই স্বাস্থ্য কমপ্লেক্সে এলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।