নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরে বৈধ কাগজপত্র ছাড়া ইটভাটা পরিচালনা করায় ৫টি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে তাদেরকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার সকালে জেলার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি ইটভাটাকে গুঁড়িয়ে দিয়ে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়।
দিনাজপুর পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা জানান, সনাতন প্রযুক্তি দিয়ে ইটভাটা পরিচালনা করা, অনুমোদন ছাড়াই মাটি সংগ্রহ, পরিবেশ ছাড়পত্র বা নবায়ন না থাকাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ৫টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ অধিদফতর, ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নের্তৃত্বে অভিযানে মেসার্স এম এস ব্রিকস, মেসার্স এম ভি এম ব্রিকস, মেসার্স ডব্লিউ আর এস ব্রিকস, মেসার্স রিয়াল ব্রিকস, মেসার্স এম আর এস ব্রিকসকে এক্সকেভেটর দ্বারা সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এ সময় মেসার্স এম ভি এম ব্রিকসকে ২০ হাজার, মেসার্স রিয়াল ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার এবং মেসার্স এম আর এস ব্রিকসকে ২ লাখ টাকা মোট ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজাসহ আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা জানান, সনাতন প্রযুক্তির (ফিক্সড চিমনি) ইটভাটা পরিচালনা করা, মাটি সংগ্রহের অনুমোদন না থাকা, পরিবেশগত ছাড়পত্র বা নবায়ন না থাকাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে ৫টি ভাটা গুঁড়িয়ে দেয়াসহ তাদের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।