সরেজমিনে দেখা গেছে, চড়কপূজাকে কেন্দ্র করে প্রায় ২০ হাজার উৎসুক দশনার্থীরা ভিড় জমিয়েছেন।
এদিকে যাকে চড়ক হিসেবে ঘোরানো হয়, তিনি তার হাতে থাকা কলার ছড়ি থেকে মেলা দেখতে আসা দর্শনার্থীদের উদ্দেশে ছুড়ে দেন। এসময় দর্শনার্থীরা ব্যস্ত হয়ে পড়েন কলা সংগ্রহ করার জন্য।
আরাধনা রায় নামে একজন দর্শক বলেন, ‘আমার কোনো সন্তান নেই।
দুলাল চন্দ্র রায় (৬১) নামে এক আয়োজক বলেন, ‘রাজাদের আমল থেকে এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। ছোটবেলা থেকেই এ চড়ক ঘরানো দেখে আসছি। আমার দাদা, আমার পিতার পর আমিও এ আয়োজনের সঙ্গে জড়িত। এবার প্রায় ২০ হাজার দর্শনার্থী এসেছিল চড়কপূজা দেখতে।’