বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : নাশকতা মামলায় দিনাজপুরের বিরামপুর বিনাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ৩টায় তাকে আটক করা হয়। আটককৃত ইউপি চেয়ারম্যান পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, চলমান সহিংসতায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাশকতা করা হয়। আটক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নাশকতা করার অভিযোগে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।