স্টাফ রিপোর্টার : দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও চেম্বার সদস্যদের সন্তানরা পেল বিশেষ সম্মাননা ও নগদ ১০ হাজার টাকার উপবৃত্তি। ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২১ জন শিক্ষার্থী ও চেম্বার সদস্যদের সন্তানদের এ সম্মাননা ও উপবৃত্তি প্রদান করা হয়।
শনিবার দুপুরে দিনাজপুর শহরের নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে ৫১তম বার্ষিক সাধারণ সভায় বিশেষ সম্মাননা ও উপবৃত্তির টাকা প্রদান করেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।
এর আগে, সভায় ২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, সহ-সভাপতি জর্জিস আনামসহ চেম্বারের পরিচালকরা। পরে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা সভা।