স্টাফ রিপোর্টার : চালের দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরে অভিযান পরিচালনা করেছে জেলা খাদ্য অধিদফতর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের বাহাদুর বাজারের পাইকারি চালের বাজার ও পুলহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী। এ সময় জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।
চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে পাইকারি চালের বাজার এনএ মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চালের অতিরিক্ত দাম ও লাইসেন্স না থাকায় লিয়াকত ট্রেডার্সকে ৫ হাজার টাকা, সাকিব ট্রেডার্সকে ২ হাজার এবং মেসার্স সুফি রাইস এজেন্সিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দিনাজপুরের পুলহাট এলাকায় জিয়া অটো রাইস মিলে অভিযান পরিচালনা করে বস্তার গায়ে ধানের জাতের নাম এবং মূল্য না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জেলা খাদ্য কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী বলেন, ‘জেলা খাদ্য বিভাগ ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ উদ্যোগে শহরের বাহাদুর বাজারে চারটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন অনিয়ম পাওয়ায় তিনটি দোকানে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পুলহাটে জিয়া অটো রাইস মিলে অভিযান চালিয়ে বস্তার গায়ে ধানের জাতের নাম ও মূল্য না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘যেন কোনোভাবেই কেউ চালের দাম বৃদ্ধি করতে না পারে সেজন্য খাদ্য অধিদফতর নিয়মিত বাজার মনিটরিং করছে।’