স্টাফ রিপোর্টার : শোকের মাস আগষ্ট উপলক্ষ্যে দিনাজপুর জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি শোক র্যালী শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এই র্যালীর মাধ্যমে শোকের মাস শুরু করে স্থানীয় আওয়ামী লীগ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ আগষ্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে শোক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীটি প্রদক্ষিণ শেষে আবারও শহরের বাসুনিয়াপট্টিস্থ আওয়ামী লীগ কার্যালয়ে এসে সমবেত হয়।
শোক র্যালীতে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সহ-সভাপতি কামরুল হুদা হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, শাহ্ ইয়াজদান মার্শাল, সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, যুব ও ক্রীড়া সম্পাদক শাহজাহান নভেল, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী প্রমুখ।