মিরর ডেস্ক : কোটা সংস্কারে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গাজীপুরের জয়দেবপুর জংশনের উত্তর পাশে লাল পতাকা হাতে নিয়ে রেলপথ অবরোধ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা। এর আগে তারা ডুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (১০ জুলাই) দুপুর পৌনে ১২টা থেকে তারা এসব কর্মসূচি পালন করে।
ডুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জয়দেবপুরের শিববাড়ী এলাকায় বিক্ষোভ করেন। পরে তারা রেললাইনে গিয়ে অবরোধ করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা এ আন্দোলন করছে বলে জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
ডুয়েট ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান চৌধুরী বলেন, দেশব্যাপী আন্দোলনের এক দফা দাবি আদায়ের অংশ হিসেবে আজ শান্তিপূর্ণ আন্দোলন করছি। হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ এ অবস্থান কর্মসূচি পালন করছি। ডুয়েটের শতাধিক সাধারণ শিক্ষার্থী কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিমকে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
জয়দেবপুরে রেল জংশনের মাস্টার হানিফ আলি জানান, ডুয়েট শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ কর্মসূচি পালন করছে।
এদিকে, কোটাবিরোধী আন্দোলনকারীরা দেশের বিভিন্ন স্থানে রেলপথ অবরোধ করায় এই রুটে সকাল থেকে কোনও ট্রেন আসা যাওয়া করেনি।