১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

এবার প্রধান উপদেষ্টাকে নিয়ে মন্তব্য করে উপজেলা কর্মচারী বরখাস্ত

ঝালকাঠি : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকের নিউজ লিংকে মন্তব্য করে বরখাস্ত হলেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এস এম মনিরুজ্জামান। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে উপজেলা চেয়ারম্যানের গোপনীয় সহকারীর (সিএ) দায়িত্ব ছিলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথম আলোর অনলাইন পেজে শেয়ার করা একটি নিউজের লিংকের মন্তব্যে মনিরুজ্জামান লিখেছেন, ‘আগে জেলে যাওয়ার সম্ভাবনা ছিল, এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবিত থাকেন)।’ যা সরকারি চাকরিজীবীদের জন্য প্রকাশ করা অনুচিত। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

এ বিষয়ে জানতে এস এম মনিরুজ্জামানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, ‘জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম: ড. ইউনূস’ শিরোনামে ৬ অক্টোবর একটি সাক্ষাৎকার প্রকাশ করেছিল দৈনিক প্রথম আলো। নিউজটি প্রথম আলোর ফেসবুক পেজে পোস্ট করা হয়। সেখানে নিউজ লিংকের মন্তব্যের ঘরে এস এম মনিরুজ্জামান লিখেছেন, ‘আগে জেলে যাওয়ার সম্ভাবনা ছিল, এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবিত থাকেন)।’ বিষয়টি জেলা প্রশাসক আশরাফুর রহমানের নজরে এলে মনিরুজ্জামানকে বরখাস্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

স্থানীয় সূত্র জানায়, এর আগে ঝালকাঠি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদকসহ দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এস এম মনিরুজ্জামান। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পোস্টে বিরূপ মন্তব্য করে আসছিলেন।

এর আগে রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ওএসডি হন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। সোমবার তাকে সাময়িক বরখাস্ত করা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
নভে ১৪, ২০২৪
temperature icon 28°C
clear sky
Humidity 47 %
Pressure 1013 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:22
Sunset Sunset: 17:17

⠀আরও দেখুন

Scroll to Top